Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সুকান দিঘী
স্থান
লালমনিরহাট জেলার সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের গুড়িয়াদহ মৌজার কুর্শামারীতে।
কিভাবে যাওয়া যায়
লালমনিরহাট সদর উপজেলা হইতে ১০ কিঃ মিঃ দুরে রংপুর মহাসড়কের পার্শ্বে মন্ডলের হাট হইতে ৪ কিঃ মিঃ পশ্চিমে সুকান দিঘী অবস্থিত।মন্ডলের হাট হইতে রিকসা,ভ্যান,মোটরযান,অটোরিক্সা যোগে সুকান দিঘী যাওয়া যায়।সুকান দিঘী যাওয়ার রাস্তা রংপুর-লালমনিরহাট মহাসড়ক হইতে নতুন পাকা রাস্তা বিদ্যমান।
যোগাযোগ

বাইসাইকেল, রিক্সা,ব্যাটারী চালিত অটো গাড়ী,মাইক্রবাস,মটর সাইকেল ইত্যাদি।

বিস্তারিত

এই দিঘীর প্রতিষ্ঠার প্রকৃত ইতিহাস কারো জানা নেই।তবে ধারনা করা হয় ১৯৪৭ ইং সালে এই দিঘীটি প্রতিষ্ঠা করা হয়।দিঘীটির তীর সবুজ গাছ-গাছালি দ্বারা পরিবেষ্ঠিত।এই দিঘীটির রয়েছে একটি সৌন্দর্যমন্ডিত উঠা-নামার সিড়ি।এই সিড়িতে বসার জন্যও সুন্দর ব্যবস্থা রয়েছে।এখানে রয়েছে একটি আবাসিক পাকাঘর, যাহা দর্শনার্থীদেরকে ভাড়া দেওয়া হয়।দিঘীটি কালের স্বাক্ষি বহনকারী একটি অতিপ্রাচীনতম পুকুর।এই পুকুরটি স্থানীয় জনসাধারনের মাছের চাহিদা পুরন করে।মাঝে-মাঝে এই পুকুরটিতে মুল্য নির্ধারিত টিকিটের মাধ্যমে মাছ ধরার মহৌৎসব শুরু হয়।অনেক দুর-দুরান্ত হতে লোকজন মাছ ধরার জন্য এই পুকুরে চলে আসে।