Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এনজিও

নীড ফাউন্ডেশন

তিস্তা, লালমনিরহাট সদর, লালমনিরহাট।

ফাউন্ডেশন চেয়ারম্যানঃ ইঞ্জিনিয়ার তারিকুল ইসলাম (লিবু)।

 

নীড ফাউন্ডেশনের সংক্ষিপ্ত বর্ননা ও কার্যবিধীঃ-

 

        নীড ফাউন্ডেশন স্থানীয় একটি সংস্থা।সংস্থাটি বিভিন্ন গনসচেতনতা মূলক কর্মসূচী বাস্তবায়ন করছে।বিভিন্ন প্রকার কর্মসূচীর মধ্যে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান,বিত্তহীন ক্ষুদ্র ও মাঝারি কৃষক /কৃষানীদের দক্ষতা বৃদ্ধি মূলক সেবা,ক্ষুদ্র ঋন দান,স্যানিটেশন ও সুপেয় পানি,দুঃস্থ অসহায় রুগ্নদের আর্থিক সহায়তা প্রদান,মেধাবী গরীব ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান,মসজিদ,মাদ্রাসা,মন্দির,এতিমখানা,শশ্মানঘাট,গীর্জা ও প্যাগোডায় আর্থিক সহায়তা,শারীরিক ও মানষিক প্রতিবন্ধীদের কল্যান,স্বাস্থ্য ও পরিবার কল্যান,যুবদের কল্যান,সামাজিক শিক্ষা,আয়োডিনের ব্যবহার,যৌতুক বিরোধী আন্দোলন,সন্ত্রাস,মাদক ও অন্যান্য সমাজ বিরোধী কার্যক্রমে অংশগ্রহন,পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপন,জন্ম নিয়ন্ত্রন,নারী ও শিশু পাচার রোধ,এইচ.আই.ভি(এইডস) প্রতিরোধ,নারী ও শিশু উন্নয়ন,কিশোর কিশোরী উন্নয়ন,নারী-পুরুষের মধ্যে সু-সম্পর্ক স্থাপন,মা ও শিশু স্বাস্থ্য,গর্ভবতী মহিলাদের পরিচর্যা কর্মকান্ডে উল্ল্যেখযোগ্য অবদান রাখছে।এছারাও সরকারী ও বে-সরকারী অর্থায়নে বিভিন্ন প্রকল্পে কার্যক্রম পরিচালনা করছে।যেমনঃ-

 

***  শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের ঝুকি কাজে নিয়োজিত শিশু শ্রম নিরসন প্রসঙ্গে।

***  মহিলা বিষয়ক মন্ত্রনালয়ের V.G.D প্রকল্প,গর্ভবতী মায়ের মাতৃত্বকালীন ভাতা-কর্মসূচীতে ও ল্যাকটেষ্টিং মাদার প্রকল্প।

***  ব্রাকের ESP শিক্ষা কার্যক্রম।

***  বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে গৃহঋন কার্যক্রম প্রকল্প।

***  ক্ষুদ্র ঋন কার্যক্রম ইত্যাদি।

যোগাযোগের ক্ষেত্রে প্রয়োজনীয় মোবাইল নম্বরঃ ০১৭১৭-১৩৫৪০০।

 

 

অত্র ইউনিয়নে প্রতিষ্ঠিত অন্যান্য এনজিওদের নামের তালিকা

 

 

২। ব্রাক ,

৩। আশা,

৪। গ্রামীন ব্যাংক,

৫। আর.ডি.আর.এস,

৬। ঠেঙ্গামারা,

৭। ইসলামী ব্যাংক,

৮। স্বনির্ভর,

৯। জাগরন বহুমুখী সমিতি,

১০। সবুজ সাথি,

১১। অর্জন শ্রমজীবি সমবায় সমিতি।

 

উপরোক্ত এনজিওগুলো অত্র ইউনিয়নে তাদের কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করিয়া আসিতেছে।