আলোচ্য সুচিঃ
০১।বিগত সভার কার্য বিবরনী পাঠ ও অনুমোদন।
০২।বিগত সভার সিদ্ধান্ত সমূহ বাস্তবায়ন ও অগ্রগতি সম্পর্কে আলোচনা।
০৩।বিভিন্ন বিভাগ ও সংস্থা সমূহের কার্যক্রম সম্পর্কে আলোচনা।
০৪।ইউপি এলাকায় সেবা সমূহের সরবরাহ পরিস্থিতি সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন।
০৫।পরবর্তী সভার আলোচ্য সূচি নির্ধারন।
আলোচ্য বিষয়ে বিভিন্ন প্রতিষ্টান ও সংস্থার সেবা সরবরাহ প্রতিষ্টানের কার্যক্রম আলোচনা ও সিদ্ধান্ত নিম্নে তুলে ধরা হলোঃ
ক্রমিক নং | আলেচ্য সুচি | আলোচনা | সিদ্ধান্ত | দায়িত্ব |
০১ | জন্ম মৃত্যু নিবন্ধন | জন্ম মৃত্যু নিবন্ধন ১০০%ভাগ সম্পন্ন হওয়ার পরও কিছু পরিবার বাদ পড়ে যাহারা নিবন্ধনকালীন সময়ে বাহিরে অবস্থান করেন। | ইউনিয়নের সকল নাগরিকের নিবন্ধন নিশ্চিত করার সিদ্ধান্ত গৃহিত হয়। | ইউপি সচিবও চেয়ারম্যান |
০২ | আইন শৃংখলা | আইন শৃংখলা বিষয়ে বিষদ আলোচনা হয়। সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করা হয়। | ওয়ার্ড কমিটি নিয়মিত সভা আহবান ও মনিটরিং করবে। | ওয়ার্ড কমিটি |
০৩ | কৃষি | কৃষি বিষয়ের আলোচনায় গত বোরো মৌসুমে বাম্পার ফলন হওয়ায় সকলে সন্তোষ প্রকাশ করেন।চলতি আমন মৌসুমে যাহাতে বাম্পার ফলন হয় এবং পোকা যাহাতে আক্রমন করতে না পারে ও সঠিক সময়ে ঔষধ প্রয়োগ নিশ্চিত করনের আলোচনা করা হয়। | চলতি আমন মৌসুমে পোকার আক্রমন বিষয়ে প্রয়োজণীয় পরামর্শ প্রদানের জন্য উপ সহকারী কৃষি কর্মকর্তাগনকে অনুরোধ জানান। | এসএএও |
০৪ | স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা | সভায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ে আলোচনা হয়্।সভায় দায়িত্বপ্রাপ্ত কর্মকতা জানান যে,স্বাস্থ্যসেবার মান আগের তুলনায় এখন অনেক ভালো, তবে স্বাস্থ্যকেন্দ্রটির বাউন্ডারী ওয়াল না থাকায় অনেক সমস্যার সৃষ্টি হয় তিনি আরো বলেন বিদ্যুৎবিল অসাভাবিক ও অসম এবং ২নং ওয়ার্ডে জন্ম নিয়ন্ত্রন কার্যক্রমে জনবলের অভাব তিনটি বিষয় উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্শন করেন। | কমিউনিটি ক্লিনিকের সেবা বৃদ্ধিসহ কর্মকর্তা কর্মচারী সহ সকলকে মনোযোগী হওয়ার আহবান | সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারী। |
০৫ | বিধ্বা ও বয়স্ক ভাতা | প্রতিটি ওয়ার্ডে বিধ্বা ও বয়স্কভাতা ভোগী মারা গেলে তাহার পরিবর্তে প্রতিস্থাপন করনের জন্য প্রতিটি ওয়ার্ড কমিটির সদস্যগনকে অনুরোধ জানান। | ওয়ার্ড কমিটি নিয়মিত মনিটরিং করবে। | ওয়ার্ড কমিটি। |
০৬ | উন্নয়ন মূলক প্রকল্পসমূহ | টি আর, কাবিখা,এলজিএসপি-২ গৃহিত প্রকল্প সমূহের সঠিক অগ্রগতি ও কাজের গুনগত মান বিষয়ে আলোচনা করা হয়। | প্রকল্প সমূহের কাজ ৯০% ভাগ কাজ সমাপ্ত হওয়ায় ওয়ার্ড কমিটি ও ঠিকাদারী প্রতিষ্টানকে ধন্যবাদ জানান এবং বাকী কাজ সঠিক সময়ে শেষ করার অনুরোধ জানান। | ওয়ার্ড কমিটি
|
০৭ | UISC | UISC এর সঠিক কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয় দ্রুত সেবা নিশ্চিত করার জন্য উদ্যোক্তাদেরকে ধন্যবাদ জানানো হয় | উদ্যোক্তাগনকে দ্রুত সেবা প্রদানে অধিক যত্নশীল এবং ওয়েব পোর্টাল সম্পন্ন করার জন্য অনুরোধ জানান। |
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস